Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে সাতলা ইউনিয়ন

ক) নাম – ১নং সাতলা ইউনিয়ন পরিষদ। খ) আয়তন –   (৮০বর্গ কিঃ মিঃ), গ) লোকসংখ্যা –  ৩২,০১০ জন (প্রায়), ঘ) গ্রামের সংখ্যা – ৯ টি। ঙ) মৌজার সংখ্যা – ৭ টি। চ) হাট/বাজার সংখ্যা -৬ টি। ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – মটর সাইকেল, বাস, মাহিন্দ্র, মিশুক ইত্যাদী। জ) শিক্ষার হার – ৯০%।  সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৮টি, কলেজঃ ২টি, মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি, দাখিল মাদ্রাসা ২টি. কওমী মাদ্রাসা ৩টি.  হাফিজী. ৫টি. নূরনী: ৮টি. কিন্ডার গার্টেন: ৪টি । ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আ. খালেক আজাদ, ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি। ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – লাল শাপলার বীল। ঠ) ইউপি ভবন স্থাপন কাল – অস্থায়ী। ড) নব গঠিত পরিষদের বিবরণ –          ঢ) গ্রাম সমূহের নাম – আলামদী, পশ্চিশ সাতলা, শিবপুর, রাজাপুর, দক্ষিন সাতলা, রাজাপুর, সাতলা, উত্তর সাতলা, পটিবাড়ী, ণ) ইউনিয়ন পরিষদ জনবল – ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন। ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন। ৪) ইউ ডি সি - ১ টি ৫) উদ্যোক্তাঃ ১ জন।